Sunday, December 1, 2019

জঙ্গিদের পরা আইএসের টুপি কারাগার থেকে আসেনি

জঙ্গিদের পরা আইএসের টুপি কারাগার থেকে আসেনি

জঙ্গিদের পরা আইএসের টুপি কারাগার থেকে আসেনি
হোলি আর্টিজান বেকারি হামলা মামলায় রায়ের পর দুই আসামি আইএসের যে টুপি পরেছিলেন তা কারাগার থেকে আনা হয়নি। এমনটাই ওঠে এসেছে কারা অধিদপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।
আগামীকাল রোববার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে।
আজ শনিবার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন কারা তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল আবরার হোসেন। তিনি জানান, আগামীকাল এই প্রতিবেদন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার কাছে জমা দেওয়া হবে। এই কমিটির সদস্য সংখ্যা তিন।
কর্নেল আবরার হোসেন বলেন, তাঁরা কারাগারের সংশ্লিষ্ট স্থানের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন। কারাগারে কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। কারা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে, ওই দিন জঙ্গিরা কারাগার থেকে কোনো টুপি নিয়ে বের হয়নি। সেদিন আদালতে আনার সময় প্রিজন ভ্যানে তোলার আগে তল্লাশি করা হয়েছিল। তখনো কোনো টুপি পাওয়া যায়নি। এমনকি আদালত থেকে এই আসামিদের কারাগারে ফেরত আনার পরও তল্লাশি করা হয়। সে সময়ও এমন কোনো টুপি তাদের কাছে পাওয়া যায়নি।

No comments:

Post a Comment