প্রধানমন্ত্রীকে দুর্বিষহ জীবনের কথা বলতে চান সাঈদীর মামলার বাদী
পরিবার নিয়ে অর্থকষ্টে দুঃসহ জীবন কাটাচ্ছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের এক নম্বর সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার। নিদারুণ কষ্টের কথা প্রধানমন্ত্রীকে বলতে ১৩ দিন ধরে মাহবুবুল আলম ঢাকায়। এর আগেও তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে ঢাকায় এসেছিলেন।
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
আজ মঙ্গলবার বেলা দেড়টায় প্রথম আলোকে মাহবুবুল আলম বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গণভবনের সামনে আছি।’ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে তিনি সেখানেই অবস্থান করবেন বলে জানান।
No comments:
Post a Comment